গতকালও সোনারোদ ঝরেছিলো বিকেল বেলায়;
বলাকারা উড়েছিলো সুনীল আকাশে দল বেঁধে।
একঝাক প্রজাপতি ফুলেদের সাথে করেছিলো খুনসুটি।
আমিও ছিলাম বেশ খুশি মনে।
হেঁটে হেঁটে বেড়িয়েছিলাম সেই পুকুরের পাড়ে,
যেখানে তুমি যেতে প্রায়ই বিকেল হলেই।
সেই বাগানেও ফুটেছিলো ফুল,
যেখানে যেতে আর নিতে হলুদ ফুলের ঘ্রাণ।


সবই ঠিক ছিলো গতকালও;
আজ কিছু নেই।
দুরন্ত ঝড়ে সবই তছনছ হয়ে গেছে।
ঝরে গেছে ফুল, মরে রয়েছে প্রজাপতি;
পড়ে আছে বকের পালক।
কোথায় হারালে তুমি;
হারালাম আমি!


রচনাকাল: ঢাকা, ২৫ ডিসেম্বর ২০১৯