নজরুল লিখেছেন শিশুতোষ 'লিচুচোর'।
দেখেননি তিনি বুঝি কখনও গরুচোর,
ঠকবাজ, রংবাজ, ভংবাজ, ভীমরুল।
বালিশের কেচ্ছাটা শুনেছেন নজরুল!


সরকারি মাল যারা লুটপাট করে রোজই;
নদীচোর, ভূমিচোর এরা সব চোর বুঝি!
সন্ত্রাস করে সব নিয়ে নেয় ডাকাতেই;
দেখেছেন ঢাকা তিনি, ঘুমিয়েও ঢাকাতেই।


কতোকিছু ঘটে যায় রাজধানী ঢাকাতে;
কতো টাকা লেনদেন ডানহাতে বা'হাতে।
খালচোর, ডালচোর, চোরে চোরে মাসতুতো;
ছেঁচড়ামি, ভন্ডামি করে যায় রাজপুতও।


ধর্মের নামে চলে অবিচার অন্যায়;
বেয়াদবে পথেঘাটে আদব শেখাতে চায়।
জুলুমের মহামারী আহামরি কিছু নয়;
নজরুল দেখেছেন জুলুম কারে যে কয়!


বহু কিছু লিখেছেন বিদ্রোহী নজরুল;
পারেন নি সমাজটা বদলাতে একচুল।
চুপচাপ শুয়ে কবি কবরের বিছানায়;
দেখছেন, শুনছেন, চলছেন অজানায়।


রচনাকাল: ঢাকা, ২৫ এপ্রিল ২০২১।