আমার আবেগ গোলাপের কুঁড়ি হয়;
কখনোবা রজনীগন্ধার ডাটায় একটা একটা ফুল।
হাসনাহেনা, জুঁই কিংবা চামেলি;
ঋতুতে ঋতুতে রং বদলায়, যেমন আকাশের।
কখনো কখনো শিউলির মতো রাতে ফুটে রাতেই ঝরে যায় অন্ধকারে।
প্রভাতে বকুলের ঝরা ফুল হয় কখনো কখনো;
পথিক দুপায়ে মাড়ায়।
কেউবা আবার মালা গাঁথে যত্ন করে;
শোভা পায় কারো কারো গলায়, খোঁপায়।


মেঘের মতোই কখনো গলে গলে পড়ে;
বৃষ্টি হয়ে ঝরে বরষায়, শরতে বা বসন্তেও।
কবিতার মতোই ছন্দে গড়ায় আমার আবেগ;
গানের সুরে ভেসে যায় দূরে, বাতাসে উড়ে।
রাত এলে যন্ত্রণায় ছটফট করে আমার প্রেম,
আমার মূল্যহীন ভালোবাসা।
আমার আবেগ তখন কথা বলে ধ্রুব নক্ষত্রের সাথে;
নির্ঘুম রাত জেগে শুকতারার সাথে করে মিতালী।


শুধু তোমার ধারেকাছেও পৌঁছুতে পারে না।


রচনাকাল: ঢাকা, ৩০ নভেম্বর ২০১৯।