প্রতিদিন অন্তত একবার আমার বাগানে এসো।
মুখঝামটা দিয়ে যেও, না হয় নাই ভালোবেসো।
আমাকে বকেও যেতে পারো।
তুমি কি আর আমার ধার ধারো?
কিন্তু তবুও এসো একবার হলেও।
আসতে তো পারো এটাসেটা নেওয়ার ছলেও।
আমার বাগানে গোলাপ ফুল ফুটে আছে।
ভয়ে ভয়ে থাকি,না জানি কেউ নিয়ে যায় পাছে।
নানা জাতের ফুলগাছ দিয়ে বাগান ভরেছি।
তুমি তো জানোই কার জন্যে এটা করেছি।
ফুলগুলো ঝরে যাবে এমনি এমনি? না না, সেকথা নয়।
বলছি, কারো খোঁপায়ই উঠবে না, তাই কি হয়?
দু-চারটে নিয়ে যেও, ইচ্ছে হলে আরো বেশি।
দূরেই থাকবো। সাধ্য আছে তোমার কাছে ঘেঁষি!
সে অধিকার তো দাওনি আজো।
আমার বাগানের ফুল দিয়ে তুমি একটু সাজো।
দেখেই শান্তি।
দূর হয়ে যাবে সব ক্লান্তি।
আমাকে গালি দিতে হলেও অন্তত একবার এসো।
যাচ্ছেতাই বলে যেও। বাঁকা হাসি হলেও একটু হেসো।
আনন্দ অশ্রুতে ঠিকই দুচোখ ভরে আসবে।
আমার মতো তোমাকে আর কে ভালোবাসবে!


রচনাকাল: ঢাকা, ১৪ নভেম্বর ২০১৮