শক্তির কবিতা পড়ো, সুনীল, শঙ্খ ঘোষ।
আবুল হাসান, হাসান হাফিজ পড়ো। আমার কি দোষ?
এতো এতো লিখে যাই,
তোমাকে নায়িকা বানাই।
কবি হয়ে তোমার পাশেই থাকি।
কথার মালায় রাখি
তোমাকে বেঁধে।
কবিতা পড়ে শোনাই সেধে সেধে।
আকাশের চাঁদ এনে তোমার কপালে পড়াই।
ভালোবাসার সুঘ্রাণ বাতাসে ছড়াই।
করে যাই এতোকিছু।
ফিরেও দেখো না চেয়ে পিছু,
বাড়িয়ে দাও না বাহুডোর।
নিজের মাঝেই থাকো একাকী বিভোর।
শামসুর রাহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ
তোমার ভিতরে জ্বালেন কিসের আগুন?
পুড়ে পুড়ে হয়ে যাও ছাই।
আমার কবিতার নেই কোনো ঠাঁই
তোমার হৃদয়ে।
বিনিময়ে
দিয়ে যাও শত লাঞ্ছনা।
তবুও আমার মনে তোমারি আনাগোনা।
কোনোও একদিন আমার কোনো এক কবিতা, জানি,
তোমার হৃদয়ে আমায় স্থান করে দেবে। অভিমানী
আমার এই মন সেদিনের প্রতীক্ষায়
প্রতিদিন প্রতিক্ষণে শব্দ গেঁথে গেঁথে কবিতা বানায়।


রচনাকাল: ঢাকা, ০৩ ডিসেম্বর ২০১৮