আমার ভালোবাসা উড়ে বাতাসে
তোমার কার্নিশের ঝোপের বাগানবিলাসে
লাল ফুল হয়ে, ফিনফিনে কাগজের মতো।


যতো
আমি লুকাতে চাই সব কিছু
নিজের মনের ভেতর, পিছু পিছু
ততোই এগিয়ে আসে আবেগের ঘোড়া;
নিয়ে যায় তোমার সম্মুখে। চোখজোড়া
বেহায়ার মতো চেয়ে থাকে তোমার চোখের পানে।
কে জানে
কিসের আশ্বাস খোঁজে!
চোখ বুজে
অন্যদিকে মুখ করে দাঁড়াও তখন।
মরণ
আসে না কেনো আমাকেই তুলে নিতে
আচম্বিতে,
সেই ক্ষণে মনে হয়।
অভিনয়
করে করে নিজের সাথে, নিজেকেই করি প্রবঞ্চিত।
ভুলের মাশুল দিতে দিতে আর বেঁচে থাকা
কেনো? লাঞ্ছিত
আমার ভালোবাসা, সে আমারই হাতে।
আর কারো দায় নেই তোমার সেই প্রতিঘাতে;
আঘাত কর না তুমি। নিজেকে সরিয়ে রাখ শুধু
আমার থেকে দূরে বহুদূরে; চলে যেতে চাও ধূধূ
বালুচরে।


তবুও তোমারই ঘরে
কার্নিশের দেয়াল ছুঁয়ে বাগানবিলাসে,
আমার ভালোবাসা কাগজের ফুলের মতোন হাসে।


রচনাকাল: ঢাকা, ০৪ জানুয়ারি ২০২০