পথ চলতে হঠাৎ দেখি;
আসছে একি,
বিশাল সে এক গাড়ির বহর!
যেন এক আস্ত শহর
আসছে ধেয়ে গাঁয়ের পথে।
কাছে এলাম কোনোমতে;
উঠছি ঘেমে।
একটু থেমে
দমটি নিয়ে
রই তাকিয়ে
গাড়ির পানে।


সুরে সুরে, গানে গানে,
দুলছে মাথা এক মহিলার;
সাতনড়ি হার
তার গলাতে।
সোনার বালা তার দু'হাতে,
নাকে নাকফুল,
কানেও আছে ঝুমকা দুল।
পরনে তার গরদ শাড়ি;
বাহারি
সব
রূপসজ্জা দেখেই আমার দু'চোখ নীরব।
কী অপরূপ মেয়ে রে বাবা,
মারহাবা, মারহাবা;
রূপের রানী!


বুকের মাঝে ধড়ফড়ানি
সেই যে শুরু;
দুরুদুরু
বুক কাঁপে আর জ্বলে আগুন অহরহ।
দুঃসহ
এই অবস্থাটা কেমনে কমে?
আমায় বুঝি টানছে যমে!


রচনাকাল: ঢাকা, ২২ জুন ২০২১।