আমি জানি না, আমার মন জানে হয়তো;
কোথায় আমার দুর্বলতা।
কার কাছে বাঁধা পড়েছে হৃদয়,
মনই জানে, মনই জানে শুধু।


অদেখা অচেনা, মনের জগতে যার বাস;
সে কি আমাকে পোড়ায় শুধু!
ক্ষণিকের জন্যও কি আনন্দে ভাসে না হৃদয়;
হৃদয়ই জানে শুধু, আমার হৃদয় জানে।


নিজেও কি জ্বলেপুড়ে অঙ্গার হয় সেই তিলোত্তমা;
যার অদৃশ্য আঙুলের ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠে আমার শরীর।
নাকি আনন্দেও ভাসে তার মন!
জানি না আমি;
তার মনই জানে, তার মনই জানে শুধু।


রচনাকাল: ঢাকা, ২২ ডিসেম্বর ২০২১।