আমি কি ঘুমিয়ে যাবো অনন্ত যাত্রার পথে !
যেভাবে ঘুমিয়ে যায় দূরপাল্লার বাসে ক্লান্ত পথিক;
না ঘুমে না জেগে স্বপ্নের ঘোরে থাকা অলস সময়ে।
আচমকা জেগে উঠি গাড়ির ঝাকুনিতে মাঝপথে জেগে উঠা যাত্রীর মতো।
কতো আর ছুটি বলো তোমার পেছনে পেছনে রাত্রিদিন।
আর কতো দৌড়াবো পাগলা ঘোড়ার পিঠে বসে।
ফেরিওলা কচি ডাব নিয়ে আসে তৃষ্ণা মেটাতে।
ভাবের ভিতরে জল।
আমার পিপাসার জল তোমার ঘড়ায়।


অনেক হেঁটেছি পথ তোমাকে খুঁজে খুঁজে সন্ধ্যার আলোআঁধারিতে সমুদ্রসৈকতে।
সাগরের লোনাজল ঝাপটা দিয়ে গেছে চোখের তারায়।
চোখের জলের মতোই বিস্বাদ।
আর কতো চোখের জল মিশে যাবে সাগরের জলে?


রচনাকাল: ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০১৯