আমার দলে নাম লেখালে আঙুর খাবি রোজ রোজই;
নিত্য রাতে সঙ্গে পাবি লাল পানি, নাচ, খাস ভোজই।
কাজ কিছু না, বলবি আমার নেতার মতোন নেতাই নাই;
অন্য সবাই বড্ডো লোভী, তাদের শুধুই 'খাই আর খাই'।


হাটবাজারে চান্দা তোলা, ইস্টিশনে রঙবাজি;
এইগুলো তো নস্যি নাকের, করতেছিস্ তো এই কাজই।
ওদের হয়ে করতি আগে, আমার হয়ে করবি আজ;
দলেবলে চলবি সবাই, ব্যায়াম কর্ আর মুগুর ভাজ্।


ডান্ডাবাজি করতে হবে, ঠাণ্ডা মাথায় সামলাবো তো;
ষাঁড়ের সাথে লড়তে গেলে একআধটু খাবিই গুঁতো।
খালি মাঠে গোল দিয়ে কেউ গোল বাধালে চলবে না;
আমার নেতা ইজ্জত আলী, এতোটুকুন টলবে না।


ভয় পাবি না, ভয় পাবি না, আমার নেতাও শক্তিমান;
নেতার মাথায় ধরবি ছাতা, গাইবি নেতার জয়ের গান।
দেখবি টাকা আসবে উড়ে, খপ করে সব ধরবি হাতে;
সাতপুরুষেও ফুরাবে না, থাকবি সবাই দুধেভাতে।


আমরা আছি নেতার পিছে, নেতা থাকলে কিসের ভয়;
'যুদ্ধকালে বাঁচলে গাজী, মরলে শহীদ', সবাই কয়।
মরে গেলেও লক্ষ টাকা, জিন্দা হাতির মতোই দাম;
নেতা দেবেন শোকবানী, তোর চৌদ্দ গোষ্ঠীর হবেও নাম।


রচনাকাল: ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২২।