একসময় ভালোবাসা হারিয়ে যায় চায়ের কাপের তলানির নীচে;
পূর্ণিমা চাঁদে যায় না দেখা প্রেমিকের চেহারা তখন।
বসন্তে বয়ে যায় লুহাওয়া, গোলাপে প্রলাপের আস্ফালন শুধু।


সেদিন তোমার-আমার জীবনে না আসুক, সোনা।
ভুলগুলো শুধরে নেই দুজনেই এখন থেকেই;
আর চলো ভালোবাসি উভয়েরই খারাপ দিকগুলো।
আমার আলসেমি ক্ষমা করো তুমি;
তোমার খুঁনসুটিগুলোও উপভোগ্য করে তুলি আমি।
সন্দেহের চোখ দুটো তীরবিদ্ধ হোক;
অপার বিস্ময় অপেক্ষায় থাক্ উভয়ের দর্শনের তরে অন্তর্দৃষ্টির আবরণে।
ভালোবাসি চলো অন্ধ অনুভবে।


রচনাকাল: ঢাকা, ৮ জুন ২০১৯