আনন্দ মোহনে দুগ্ধ দোহনে কাড়াকাড়ি মারামারি, মারহাবা হাবা রে;
আমি কিবা হনু রে, ওরে বেটা মনু রে,
আমি কার বাবা রে!
*    *     *    *    *    *     *     *      
গরুর দুধেতে জানি গাওয়া ঘৃত থাকে রে;
ধন্য ধন্য মানো আমি মানি যাকে রে;
গরুর দুধের ছানা নেতাজানএ খাবে রে;
গরুর চোনার সাথে তুমি ভেসে যাবে রে।


আমার তো নেতা আছে, বড় ভাই, নেতা রে;
তোমারওতো খেতা আছে, ছেঁড়াফাটা খেতা রে;
আমার নেতাকে খেতা দিয়ে দাও শীতে রে;
তুমি ঘুরো খালি গায়ে, দেখি কেবা জিতে রে।


তোরা কেনো চুলা ঘিরে, বোকা খোকাখুকু রে;
হাড়িতে দুধের সর, নেবো সবটুকু রে;
আমার নেতায় খাবে, আমি ভাগ পাবো রে;
ফুল চন্দন মুখে পরলোকে যাবো রে।


রচনাকাল: ঢাকা, ০৫ ডিসেম্বর ২০২১।