অনুপমা,
সময় করে না ক্ষমা
কখনো মানুষের ভুল
একচুল।
সময়ের বিচারে আজ
হারিয়ে ফেলেছি তাজ
রত্নখচিত।
চিন্তিত
নই সেজন্যে আমি।
অনুগামী
হবো না কোনোদিন আর হৃদয়ের অবাধ্য আবেগের।
প্রায়শ্চিত্তের
জন্যেই বাকীটা জীবন রয়ে যাবো তোমার দৃষ্টির অন্তরালে।
মায়াজালে
জড়াবো না আর। কাউকেই
ভালোবাসার কথা বলবো না। শুধু এই
যন্ত্রণার আগুনে পুড়ে যাবো।
তোমার অভাবও
আমাকে দগ্ধ করে যাবে অহর্নিশ।
বিরহের মতো বিষাক্ত সর্পের বিষ
আমার রক্তের স্রোতে
ভেসে ভেসে হৃদপিন্ডের ভিতরে ঢুকে যাবে। কোনমতে
বেঁচে রবো হয়তোবা।
বোবা
কান্না
হীরে-পান্না
হয়ে
চোখের কোনায় যাবে রয়ে।
তবুও যতোদিন বাঁচি, বলে যাবো, তুমি সুখে থেকো
যাকে খুশী তাকে পাশে নিয়ে। তাকেই ডেকো
কাছে,
যার প্রতি তোমার ভালোবাসা আছে।
বিদায়,
চারুবাক, তোমাকে বিদায়।


রচনাকাল: ঢাকা, ২১ জানুয়ারি ২০২০