আর কিছুক্ষণ থাকলে না হয় পাশে;
শিশির জমুক সবুজ দূর্বাঘাসে।
না খুঁজি আজ ভালোবাসার মানে;
হোক না সকাল পাখির কলতানে।
পড়লে না হয় হলুদ ফুলের দুল;
দক্ষিণ হাওয়া যাক না ছুঁয়ে চুল।
ফুটুক হেসে লাল গোলাপের কলি;
যাক না খেয়ে মধু চপল অলি।
আমি থাকি তোমার আঁচলকোনে;
যাক না হৃদয় শুধুই স্বপন বুনে।
তারার মেলা থাক না আকাশে জুড়ে;
রাত পোহালেই ফুটবে আলো ভোরে।


রচনাকাল: ঢাকা, ০২ ডিসেম্বর ২০১৯