বিশ্বাসও বিভ্রান্ত হয় বিশ্বাসের দ্বারা;
সত্যি আক্রান্ত হয় সত্যির কাছ থেকে।
জীবনের অধিকারে জীবন থাকে না;
হৃদয়ও শোনে না হৃদয়ের কথা।
প্রাণের স্পন্দন খোঁজা প্রাণেরই মাঝে;
আবেগের অাতিশয্যে আবেগ হারায়।
প্রেমওতো পড়ে যায় প্রেমেরই ফাঁদে;
নিভৃতে কাঁদে মন নিজেকে হারিয়ে।
তুরুপের তাস হয় তাসেরই রাজা;
রানী হাসে, গোলামের ভৃত্য হয়ে রয়।


রচনাকাল: ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২০