জিনিসের দাম বেশি, কেউ বলে,'সস্তা;
এক টাকা দিলে মিলে চাল আট বস্তা।
শায়েস্তা খান নাকি মনিটর করছেন;
বেশি বেশি মাল দিয়ে মার্কেট ভরছেন।'


সোয়াবিনে মিনমিনে শয়তান, জানো তো;
তেল আর পানিতেও মিশ খায়, মানো তো!
জলে মিশে সোয়াবিন সাগরেই ছুটছে;
তবুও কপাল ভালো কিছু তেল জুটছে!


গোল আলু তালেগোলে বেশি দাম হাঁকছে;
বিদেশিরা চিনি নাকি ব্যাগে ভরে রাখছে।
দেশি চিনি তৈরিতে লাগে দামি বিদ্যুৎ;
আখক্ষেতে রাতে বসে মুতে নাকি বীর ভুত!


গম খাওয়া ছেড়ে দিয়ে শালগম খাও না;
ছোলাবুট খাওয়া বাদ, 'ফটোস্যুট' নাও না।
দুনিয়া দেখুক চেয়ে, জয়ী হবে তোমরাই;
যুদ্ধটা থামানোর এখন আর কেউ নাই!


আরও কমে সব পাবে, আশাবাদী হও না;
দুঃখের কথা বাদে দুটি কথা কও না।
কম দামে চাঁছাছোলা বাঁশ পাওয়া যাচ্ছে;
পাবলিক হেসে হেসে সেই বাঁশ খাচ্ছে!


রচনাকাল: ঢাকা, ২৯ ফেব্রুয়ারি ২০২৪।