শীতের দুপুরে নদীর পাড়ে
রোদ পোহাবার কালে
চতুর শিকারির তীরে বিদ্ধ হয় প্রেম।
মরে পড়ে থাকে সেখানেই
যন্ত্রণাকাতর হয়ে;
রক্তের ধারা মেশে যমুনার স্রোতে।


মরে যায় প্রেম;
মরে ভালোবাসা।
বেঁচে থাকে নিষ্প্রাণ মানুষ।


রচনাকাল: ঢাকা, ১৫ জানুয়ারি ২০২০