শিয়াল মামার ভাগ্য ভালো, মাগনা মুরগি একাই খায়;
ভাইগ্নাসকল বাজার থেকে একশ' গ্রাম কিনতে যায়।
শিয়াল মামা চুপটি করে খোঁয়াড় ভাঙে রাত্রিবেলা;
টাকার জোগাড় করতে গিয়ে ভাইগ্না বুঝে কেমন ঠেলা।


ট্যাঁকে টাকা থাকে না তাই ভাইগ্না কিনে মাছের কাঁটা;
চিল্লাচিল্লি করে বিল্লি,'এত্তো বড়ো বুকের পাটা!
আমার খাবার মানুষে খায়, ভুলেই গেছি দুধের স্বাদ;
আমি হলাম বাঘের মাসি', আঙুল নাড়ায়, ঝাঁকায় কাঁধ।


গরীব মানুষ করবে কি আর, দাম বেড়েছে, কমেছে আয়;
নুন আনতে নিত্যদিনই পাতের ভাত ফুরিয়ে যায়।
ইটপাথরের শহরে আর গাঁওগেরামে একই হাল;
উন্নয়নের বইছে জোয়ার, ব্যাঙের এখন বর্ষাকাল।


রচনাকাল: ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৩।