বিজয় দেখেছি নতুন সুর্যে রক্তে রাঙানো পূর্বাকাশে।
বিজয় দেখেছি শীতের সকালে শিশিরভেজা দূর্বাঘাসে।
বিজয় দেখেছি পর্বতে আর নীল পাহাড়ের শীর্ষ চূড়ায়।
বিজয় দেখেছি সন্তানহারা মায়ের হাসিতে- অশ্রুধারায়।
বিজয় দেখেছি নদীর স্রোতের দুর্বার বেগে ছুটে চলায়।
বিজয় দেখেছি সবুজ জমিনে লাল সূর্যের প্রিয় পতাকায়।


রচনাকাল: ঢাকা, ১৫ ডিসেম্বর ২০১৮