শরীর চিনেছে শরীর।
বিষযুক্ত তীরের মতো তীর
বুকের ভিতরে বিঁধে এসে
ভালোবেসে
সন্তর্পনে।
সেইক্ষণে
ইচ্ছে করে মরে যাই।
সহসাই
সম্মুখে দাঁড়াও এসে তুমি।
আমার মনোভুমি
বিশ্বাসের আকর তোমার।
তপস্যার
আড়ালে ভালোবেসেছো আমায়!
নিরুপায়
সমাজ-সংসারের বেড়াজালে বাঁধা আমি।
অন্তর্যামী
কি লিখেছেন ললাটের উপর
জানি নাতো। জ্ঞানের বহর
অগভীর।
ভালোবাসা মাখা সেই তীর
পারবে কি উপড়ে নিতে আমার বক্ষ হতে?
বড়োই যন্ত্রণা তীর বেধা সেই ক্ষতে।


রচনাকাল: ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০১৯