বিশ্বাস করো
অবিশ্বাসেই আমার মৃত্যু নিশ্চিত জেনো।
সাদা বকের মতোন আঁধারের রক্ত শুষে
আমিও উড়ে যেতে পারি
তোমাদের জানাশোনা গন্ডির বাইরে।
ধরাতো দেবো না, আর খুঁজেও পাবে না,
যদিও বা পাও কোনোদিন
সে আমার পঁচে যাওয়া লাশ;
তা থেকে দুর্গন্ধই বেরোবে শুধু।
তাই বিশ্বাস করো
অবিশ্বাসেই আমার মৃত্যু নিশ্চিত জেনো।


রচনাকাল: জামালপুর, ০৩ ফেব্রুয়ারি ১৯৭৭