বুঝতে পারি না এ তোর কেমনতর বদলে যাওয়া!
নীরবে পাশাপাশি হেঁটে যাওয়া কথা না বলেই।
দূর থেকে তাকিয়ে দেখিস্ কি, কে যায় পরিচিত?
এমনটি হয়নি আগে।
এতো বরফশীতল নীরবতা কেউ দেখেছে কি?
আমার উষ্ণতা পেতে প্রতিদিন প্রতিরাতে কাছে আসতিস্;
আর বিষন্ন আমাকে ভরিয়ে দিতিস্ ভালোবাসায়।
সেসব কি হয়েছে বাসি?
'ভালোবাসি, লাভ য়্যু' বলবিনে আর?
আমার নির্ঘুম চোখে প্রশান্তির ছোঁয়া দিবি নে বুঝি আর কখনো?
বুঝতে পারি না রমনীহৃদয়ে কিসের হাহাকার!
ভালোবাসার না অহংকারের।
আমি তো শুধু তোকেই খুঁজেছি তোর মাঝে,
কোনো রহস্যে ভরা মানবীকে নয়।
তবুও তো তুই নারী;
রহস্যের মাঝেই বসবাস।
সেই আগুনে পতঙ্গের মতো পুড়তেই ভালোবাসে পুরুষের মন;
যেমনটি পুড়ে মরছি আমিও।


রচনাকাল: ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৯।