জীবনকে বানানো যায় ইতিহাসের রিফর্মার,
বানানো যায় মানুষ বানানোর স্ট্যাচু;
সম্ভব হয়েছে অনেক কিছুই আজকাল।
হরদম দেখছি, সত্যমিথ্যার দ্বন্দ্বে
জীবন আত্মহত্যা করে সমাপ্ত করেছে অলিখিত ইতিহাস;
সেখানে সে ঐতিহাসিকই বটে।
হারানো মানস জীবন হয়ে কখনোবা চোরাবালির জন্ম দিয়েছে;
প্রেমিকা হয়ে দিয়েছে বেঁচে থাকার তাগিদ;
মোট কথা
জীবনের বহুরূপতা হার মানিয়েছে পৃথিবীর সবকিছুকেই।


তবুও সে হার মেনেছে কঠিন বাস্তবতার কাছে;
যেখানে নেই সুখের চোরাগলি, অকৃত্রিম সহৃদয়তা;
শুধু ভান আর আত্মপ্রবঞ্চনার ছুটন্ত বুলেট।
আদিগন্ত অন্ধকারে ঢাকা জাহাজের ডেকএ বসে
মানবতা যখন ডুকরে কাঁদে সীমাহীন অতলান্তিকে,
তখনো কি জীবন অপরাজেয়?


রচনাকাল: বরিশাল হ'তে ঢাকার পথে লঞ্চে, ২৭ নভেম্বর ১৯৭৭


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।