নিজেকেই শুধু ভালোবেসে গেলে!
নিজেকে সাজাতে তুমি কি পেলে
মহামূল্যবান রত্ন কোনো?
কখনো
ভাবো না তার কথা একবারও?
তারও
ভালোবাসার অধিকারে কিছু না কিছু পাওয়ার তো আছে।
পাছে
তুমি ভুল বুঝ,
কোনো ছুতো খুঁজ;
তাই
সে বলে নাই
তার হৃদয়ের আকুতির কথা।
নীরবে সে বারতা
পাঠিয়েছে বারবার দুচোখের সকরুণ দৃষ্টির সাথে।
তার আঁখিপাতে
কখনো রেখেছো তোমার সুনিপুণ আঁখিতারা?
নাকি মাসকারা
কৃত্রিম যাদুর কাঠির মতো তোমার চোখে এনে দিয়ে গেছে ঘুম?
কপালের কুমকুম
হারিয়ে গেছে কি ফাল্গুনের উড়ন্ত বাতাসে,
বসন্ত বিলাসে?
নাকি নানা রঙবেরঙের ফুল
দুল
হয়ে দোলে তোমার দুই কানে?
ভালোবাসার টানে
তার কাছে যাবে না কি?
একাকী
সে বসে আছে তোমারই ফুলেল বাগানে।
তোমার পথের পানে
তার অপলক দৃষ্টি জোছনার মতো ছুটে চলে।
তার সব আয়োজন যাবে কি বিফলে?


রচনাকাল: ঢাকা, ০৪ জুন ২০২২।