দেখবে তুমি একদিন ঠিক হবোই সেলিব্রেটি;
মাওয়া ঘাটে যাবো, খাবো ইলিশ মাছের পেটি।
ইলিশ মাছের ডিমের সাথে লেজের ভর্তা খাবো;
সেলিব্রেটি হতে আমি মাওয়া ঘাটেই যাবো।


কাঁচা বাদাম ভাজা বাদাম বেচবো নদীর ঘাটে;
'বাদাম, বাদাম' বলে বলে নাচবো হাটে হাটে।
আমার ছবি তুলবে লোকে, ইউটিউবে দিবে;
কতো জনে আমার হাতের অটোগ্রাফ নিবে।


রঙ মেখে সঙ সাজবো আমি হিরো মিয়ার মতো;
ভাসবো লাইফ ফেসবুকে, ফেন্ জুটবে শত শত।
লাখে লাখে পড়বে লাইক, বাইক চড়া 'হিরো';
'বাদাম, বাদাম' গানের জোয়ার, আর সবি তো জিরো।


রচনাকাল: ঢাকা, ০৭ এপ্রিল ২০২২।