চাই না অমর হতে, তোমার হৃদয়ে দিয়ো এতোটুকু স্থান।
এই আমাকে নিয়ে তুমি নতুন নতুন রূপে করো নির্মাণ।
সমুদ্রের ফেনা হয়ে আঁছড়ে পড়তে চাই তোমারই বুকে।
জড়িয়ে থাকতে চাই তোমার জীবনে সুখে কিংবা দুখে।
অমৃতের সন্ধানে আমি যাবো না, যাবো না কোনোখানে;
পড়ে রবো জড় মুর্তির মতোন তোমার হৃদয় সোপানে।
গেয়ে যাবো জীবনের জয়গান তোমাকেই সাথে নিয়ে;
সৃষ্টির মহোৎসবে আনন্দলোকে যৌবনের সবটুকু দিয়ে।
সকল সাধনা আমার স্থির হয়ে রবে তোমাকেই ঘিরে।
খুঁজে নিবো শুধুমাত্র তোমাকে হাজারো মানুষের ভীড়ে।
বর্ষার স্রোতোস্বিনী যমুনা যেমন নিঃশেষিত হয় শীতে;
তেমনি বিলীন হবো তোমারই সুরে অকৃত্রিম সঙ্গীতে।
আমার বলে কিছুই রবে না আমার, সবহারা হয়ে শেষে
তোমার অস্তিত্বে মিশে রবো শুধু তোমাকেই ভালোবেসে।


রচনাকাল: ঢাকা, ০৯ ডিসেম্বর ২০১৮