কিসের কবিতা লেখ, পীরিতের প্যাঁচাল!
তাকিয়ে দেখ না চোখে নানান ক্যাচাল?
সমাজ গোল্লায় গেল গাঁজা-ভাং খেয়ে;
ইয়াবা ফেনসিডিল হিরোইন পেয়ে।


ঘুষ চুরি রাহাজানি অফিস আদালতে;
দূষিত ময়লা যতো মানুষের স্রোতে।
মাস্তান সন্ত্রাসী আজ সমাজের নেতা;
ঘরেতে ঘুমিয়ে থাক গায়ে দিয়ে খেতা।


নিরোর বাঁশীর সুর তোল কবিতায়;
আগুনে পুড়ে রোম রসাতলে যায়।
তোমার মতোন কবি চাই না এখন;
সমাজ জাগাতে চাই শক্ত কথন।


রচনাকাল: ঢাকা, ১ জানুয়ারি ২০২০।