চেনারও অধিক চেনা, জানারও অধিক জানা, বিশ্বাসে করেছি যখন ভর।
অন্ধকারও আলোকের অধিক উজ্জ্বল, যখন তোমাতে করেছি নির্ভর।
মৃত্যুও জীবনের চেয়ে মূল্যবান, যখন করেছি আত্মসমর্পন।
ত্যাগও প্রাপ্তির অধিক, যখন হাসিমুখে সুখ দিয়েছি বিসর্জন।
সৃষ্টির অধিক উল্লাস ধ্বংসেই, যখন নিজেকে ভেঙেছি আমি।
গতির অধিক গতি ছুটে চলায়, যখন
তোমার পথেই অনুগামী।


রচনাকাল: ঢাকা, ১৪ ডিসেম্বর ২০১৯।