চেতনা'র ধ্বজাধারী মজা লুটা চুনোপুঁটি;
রুই আর কাতলেরা রস খেয়ে লুটোপুটি।
খেতে খেতে খাদকেরা বেড়াটাও খেয়ে নেয়;
বেলতলা গিয়ে নেড়া মাথাজুড়ে তেল দেয়।


চেতনা চেতন পেয়ে বলে,' আহা বেশ বেশ;
এই বুঝি স্বপনের মাঝে দেখা সেই দেশ!
মৌমাছি গিজগিজা, মৌচাকে মধু কই;
চারদিকে রাতদিন লেগে আছে হইচই।'


মাছি করে ঘিনঘিন পচা-গলা ভাগাড়ে;
চোকিদারে ঘুম যায়, 'ঘেউ' বলে জাগা রে।
পাগলে প্রলাপ বকে, ঘোলাজলে সাঁতরায়;
চেতনা'র ঘোর লাগা নেতা বলে,' আয় আয়।'


'সাবাস সাবাস' বলে আম খাওয়া জনতায়;
গতরে নতুন জামা-পায়জামা, জুতা পা'য়।
ভালো বাসা, খানা খাসা, নাক ডেকে ঘুম যাও;
স্বপনে স্বপনে শুধু চেতনা'কে দেখে নাও।


রচনাকাল: ঢাকা, ২১ মার্চ ২০২২।