চৈত্রের দুপুরে দিঘীতে নেমেছে রাজহাঁস-রাজহংসী;
চঞ্চুুতে চঞ্চুতে উন্মাতাল ঠোকাঠুকি।
ডুবসাঁতারে কেউ এগিয়ে, কেউ পিছিয়ে।
পারের গর্ত হতে বেরিয়ে আসে মাছরাঙা পাখি,
টুপ করে উড়ে এসে পানিতে ছোঁ মারে।
দু'ঠোঁটের মাঝে পুঁটিমাছ; আবার আগের জায়গায়।
বাঁদরটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে সেই  দিঘীতে, গভীরতা মাপবে বুঝি !


তুমি এখন কি করবে এই চৈত্রের দুপুরে, অলস ঘুমাবে?
খাবে নাকি আইসক্রিম গোগ্রাসে?
রোদে হেঁটে হেঁটে বড্ড ক্লান্ত আমি;
ঘুমাবো দিঘীর পারের গাছতলার মাচালে।
কোলবালিশ হবে তুমি এই চৈত্রের দুপুরে?
দক্ষিণা বাতাসে জুড়াবে শরীর !


রচনাকাল: ঢাকা, ২৮ এপ্রিল ২০১৯