ইচ্ছে করেই যাই না তোমার কাছে;
ভালোবাসা হারিয়ে ফেলি পাছে!
আকাশ জুড়ে কালো মেঘের হানা;
একটু পরেই বৃষ্টি হবে জানা।


মেঘের ভেলায় আমার ভালোবাসা;
মেঘেই থাকে বিজলী সর্বনাশা।
বিজলী যদি বৃষ্টি ঝরায় এসে;
ভালোবাসা যাবেই বানে ভেসে।


বানের পানি ভাঙবে নদীর কূল;
ভেসেই যাবে ভালোবাসার ফুল।
ফুল বাঁচাতে থাকছি দূরে দূরে;
প্রেম বেঁচে থাক্ মনের অন্তঃপূরে।


তোমার আমার এই যে নীরব প্রেম;
নয় কখনো পাজল্ কিংবা গেম।
দূর থেকে দূর বহুদূরের পথে;
চলবে ছুটে অমর বিজয় রথে।


রচনাকাল: ঢাকা, ২৪ মার্চ ২০২২।