এতো ভালোবেসেও যদি নাই পাই তোরে,
লোকালয় ছেড়ে আমি চলে যাবো দূরে।
কি এমন চেয়েছিলাম তোর কাছে আমি?
মণি-মুক্তো নয় কোনো, বস্তু কোনো দামি।
আমার এ মনটাকে বন্ধক দিয়ে তোরে;
বাঁধতে চেয়েছিলাম তোকে বাহুডোরে।
পাশে পাশে রেখে রেখে তুই ডেকে ডেকে
স্বপ্ন দেখিয়েছিলি সেই ছোটবেলা থেকে;
একখানি ঘর হবে, তাতে রবো দুজনায়।
দিনরাত কেটে গেছে শুধু তোরই ভাবনায়।
সেই স্মৃতি ভুলে গেলি, তুই হলি নিষ্ঠুর।
তোর মুখে অন্য কথা আজ, ভিন্ন সুর।
ভুলে যেতে বললেই ভুলে যাওয়া যায়?
হৃদপিণ্ড ছাড়া কেউ বাঁচে দুনিয়ায়!
আমাকে দূরে ঠেলে তুই সুখ পাবি?
আমার কাছেই তোর হৃদয়ের চাবি।
কখনো দেবো না আমি সেই চাবি তোরে।
সারাক্ষণ রবো তোর অন্তর জুড়ে।
লোকালয় ছেড়ে যাবো বনে-জঙ্গলে;
মিশে যাবো গাছপালা,ঝরনার জলে।
আমাকে ভুলে যাবি, এতো সোজা নয়।
পলে অনুপলে তুই হয়ে যাবি ক্ষয়।
যদি আমি কোনোদিনও নাই পাই তোরে;
ঠিকই আমি চলে যাবো দূরে, বহুদূরে।


রচনাকাল: ঢাকা, ০৬ নভেম্বর ২০১৮