ঘুটঘুটে অন্ধকারেও নিরাপদে পথ চলে ধূর্ত শিকারি;
মানুষের সমাজের অলিগলি অন্ধ চোরাপথে চলে দুরাচারী।
চতুর শেয়ালের মতো খোপ থেকে মুরগি নেয় তুলে;
তাদের সুমিষ্ট কথায় সাধারণ মানুষেরা কষ্ট যায়  ভুলে।


কখনো কাকের কন্ঠেও শুনি সুমিষ্ট কোকিলের সুর;
কোকিল আড়ালে থাকে, তার মন হতাশায় বেদনাবিধুর।
কুজনেরা, বেহায়ারা বিজয়ের উল্লাসে মাতে হাত নেড়ে;
এভাবেই চলেছে সমাজ, চলেছে সভ্যতা ভব্যতা ছেড়ে।


রচনাকাল: ঢাকা, ০২ ফেব্রুয়ারি ২০২২।