খ্যাতি কুড়ানো অতোটা সহজ নয়;
বিলাসী জীবন নয় আমার।
ছাড় দিতে হয়েছে অনেক; রাতারাতি হয়নি কিছুই।
যাদুর বাক্সে ভর দিয়ে উঠিনি হিমালয়ের চূড়ায়।
তোমরা যখন ঘুমাও প্রিয় মানুষটির বাহুলগ্না হয়ে তখন আমি নির্ঘুম; নুপুরের শব্দ তুলি পায়ে।
মেকআপের আড়ালে চোখের নীচের কালশিরে দাগ ঢাকা পড়ে থাকে।
কষ্টের দাগ চাপা দিই ঠোঁটের হাসিতে।
ভালোবাসার করি অভিনয়; আমার প্রেম মরে গেছে কবেই!
কঠিন তালিম নিতে সারাদিন কেটে যায় আর রাত কাটে নির্ঘুম।
একদিনেই গড়ে উঠেনি চম্পা বাঈ আর তার মুজরার সমঝদার।


রচনাকাল: মক্কা শরীফ, ০৮ আগস্ট ২০১৯