ঘুরে ঘুরে আবার এলো চোরডাকাতের সিন্ডিকেট;
ইতিহাসের পাতা থেকে আসলো উঠে জগৎশেঠ!
চালের দাম আকাশছোঁয়া করতে এলো দল বেঁধে;
আমজনতা দিশেহারা, তেল ছাড়া খায় ডাল রেঁধে।
চাল ডাল আর নুন কিনতেই পকেট খালি হয় তাদের;
কারসাজি সব টাকাওলা তেজারতির হার্মাদের।
পল্টিবাজ আর দুর্নীতিবাজ এক হয়ে আজ দেখায় খেল্;
তুড়ি মেরে দেশজুড়ে আজ ছুটায় ত্রাসের তুফান মেল্।
সিন্ডিকেটের পেটের মাঝে রসগোল্লা, সোনার বার;
নীতিহীনের ভুল নীতিতে কানছে মানুষ, মানছে হার।
বীর বাঙ্গালী অস্ত্র ধরে করলো স্বাধীন বাংলাদেশ;
সেই দেশে আজ সিন্ডিকেটের জয় জয়াকার, চলছে বেশ!


রচনাকাল: ঢাকা, ০৮ জুন ২০২২।