চোরা না শুনে কভু ধর্মের কাহিনী;
চুরি করে কুপোকাত ব্যাঘ্র-বাঘিনী।
মরা গরু চুরি করে খেয়েছিলো তাই;
ব্যাঘ্রিনী ভেবেছিলো, 'পালাই পালাই।'


বাঘমামা চোর নয়, ডাকাতের গুরু;
চুরি ছেঁচড়ামি দিয়ে করেছিলো শুরু।
ভাগিনার চোটপাটে লুটপাটে আসে;
হুটহাট মাঠ ঘাট হাট কাঁপে ত্রাসে।


ফসল ফলায় ক্ষেতে কৃষাণী-কৃষাণ;
বর্গীরা বারবার নিয়ে যায় ধান।
ঠকবাজে বক সাজে, সাদা রঙে সঙ;
নেতা বনে জেনেশুনে চোরা করে ভঙ।


ব্যাঘ্র-বাঘিনী থাকে দূর্গম বনে;
ভীতিভরা স্মৃতি শুধু জনগণ-মনে।
মানুষের বেশ ধরে সব অমানুষে;
লুটেপুটে চেটেপুটে সমাজেরে দোষে।


রচনাকাল: ঢাকা, ০১ জানুয়ারি ২০২৩।