যতোই থাকি না কেনো দৈবদুর্বিপাকে;
সময় একদিন ঠিকই নিয়ে যাবে আমাকে
তোমার কাছে, পথ ধরে ধরে।
চৌরাস্তায় কিংবা তিন রাস্তার মোড়ে
হারিয়ে ফেলতেও পারি পথ হয়তোবা।
মনোলোভা
নানা বেশ ধরে আসতেও পারে লোভনীয় কোনো নারী।
পাড়ি
দেবো পথ, মাড়িয়ে সেইসব মিথ্যে আয়োজন অবহেলাভরে।
অস্তমিত রক্তিম সূর্যের পথ ধরে
অন্ধকারও যদি আসে;
বিষবাষ্প যদি মিশে থাকে আমার নিঃশ্বাসের বাতাসে;
হই যদি মৃত্যুর মুখোমুখি;
আমার চোখের সম্মুখে দেবে উঁকি
তোমারি প্রশান্তিতে ভরা মুখখানি।


জানি
অচেনা
এই চলার পথ সহজেই ফুরাবে না;
তবুও স্থির অবিচল থেকে
তোমাকেই ডেকে ডেকে
সময়ের হাত ধরে
ছুটে যাবো আমি পথ হতে পথে, প্রান্তরে।


রচনাকাল: ঢাকা, ০৫ নভেম্বর ২০১৯