ছুট্টি দেবে আমায়, দিতেই পারো;
যায় আসে না কিছু অন্য কারো।
আমি তোমার এমন কেইবা ছিলাম;
এমন কি আর আছে আমার দাম!


তোমার অনেক মনের মানুষ আছে;
অনেক দূরে এবং খুবই কাছে।
আমি যদি নাইবা থাকি পাশে;
তাতে তোমার কি যায় কিবা আসে!


পথের মানুষ আবার পথিক হবো;
রোদ্রছায়ায় পথে পথেই রবো।
দিনের বেলায় ছুটবো বাঁধনহারা;
রাত্রি জেগে গুনবো দূরের তারা!


চারদিকে ভীড়, আমার নীরবতা;
কেউ ক'বে না আমার সাথে কথা।
হারিয়ে যাবো হঠাৎ অন্ধকারে;
সাতসমুদ্র তেরো নদীর পাড়ে!


রচনাকাল: ঢাকা, ১৩ মার্চ ২০২৩।