একটুখানি কর্ম পেতে ঘর্মে ভিজে পিঠ;
যোগ্যতরের চাকরি পেতে নানান রকম গিট।
অমুক কোটা তমুক কোটা সমুক কোটার নাতি;
নানান কোটার চাপে পড়েই ফুঁসে উঠে জাতি।
সংস্কারের দাবী -মিছিল, চলে তুফান মেল;
ডান্ডা মেরে ঠান্ডা করার দাওয়াই এবার ফেল।
সকল কোটাই বাতিল হলো- এবার বুঝ ঠেলা;
মাথাব্যথার কথা বলায় মাথাই কেটে ফেলা।
নাকের বদল নরুন পেলাম, তাক্ ধিনা ধিন ধিন;
আরও বিপদ বাড়তে পারে, কাটবে যতো দিন!


রচনাকাল: ঢাকা,১৩ এপ্রিল ২০১৮।