ডাইনি যখন ডাইনে বামে তাকায় তখন
আগুন ঝরে; আগুন লাগে যখনতখন।
আগুন লাগে শাল-পিয়ালের গভীর বনে;
আকাশ পুড়ে, বাতাস পুড়ে সেই দহনে।


ডাইনি বুড়ির চোখের আগুন পোড়ায় শহর;
ছাই হয়ে যায় জনপদের সব বাড়িঘর।
ফুলের বাগান ছাই হয়ে যায় সেই আগুনে;
আগুন জ্বলে শীত সকালে, সাঁঝ ফাগুনে।


ডাইনি বুড়ির চোখের তারায় আগুন উড়ে;
মানুষ পুড়ে খাক হয়ে যায়, হৃদয় পুড়ে।
অগ্নিগিরির বহ্নিশিখা শীত-ফাগুনে;
সমাজ পুড়ে, দেশ পুড়ে যায় সেই আগুনে।


ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি বাঁচবে কতো?
হাজার লক্ষ বছর, কিংবা ইচ্ছেমতো!
মরলে তুমি, বাঁচবে হাজার লক্ষ মানুষ;
চুপসে যাবে তোমার হাতের যাদুর ফানুস।


রচনাকাল, ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২১।