চোখের দেখাই কি দেখা সব?
হৃদয়ের মাঝে যাকে অনুভব
মুল্য কি নেই তার কোনো?
ঘোর লাগে হয়তো কখনো।
কৃষ্ণকলি নাম শ্যামল বরণী;
মনের গহিনে তার পদধ্বনি।
চোখের দৃষ্টিতে সেতো কালো।
স্বর্ণের রঙে মনকে রাঙালো!
কোনো মৃন্ময়ী অনিন্দ্য সুন্দরী
কিংবা কোনো ডানাকাটা পরী
দৃষ্টির সীমানায় হয়তোবা।
মনের ভুবনে নয় মনোলোভা;
এমনো তো হতে পারে, নয়?
দেখা অদেখায় পরিচয়।
পুর্ব থেকেই কেবা কাকে চিনে।
জন্ম জন্মান্তরে মনের জমিনে
তোমাকে দিয়েছি আমি ঠাঁই।
শুধু তোমাকেই পেতে চাই।
নির্মোহ ভালোবাসা নেই এতে।
হৃদয়ের মধ্যখানে আছো গেঁথে
অনন্তকাল ধরে। তোমার শরীর
বিদ্ধ করে আমার ধনুকের তীর।
প্রেমের মোহন মায়া মনে দেহে
শ্রদ্ধায়, ভালোবাসায় আর স্নেহে।
বিপুল ক্রিয়ার মাঝে দুজনেই
এক হয়ে গেছি। ভালো সেই!
অমরাবতীর কোনো আনন্দলোকে
শরীর ও মনের সুখে কিংবা দুখে
কাটাবো অনন্তকাল দুজনায়।
কিছু যাবে দেখা, কিছু অদেখায়!


রচনাকাল: ঢাকা, ১৭ নভেম্বর ২০১৮