ফুলের মালা নিজের গলায় পরে নিজে;
নেতার কথায় আমজনতার চিড়া ভিজে।
ভেজা চিড়ায় পাবলিক ভাই শান্তি খুঁজে;
ফলার খেয়ে নেতা ঘুমায় চক্ষু বুঁজে।


চামচার দল নেতা হওয়ার স্বপ্ন দেখে;
বুক ফুলিয়ে পথ চলে সব, খুসবু মেখে।
পুঁজি ছাড়াই তেলেসমাতির ব্যবসা করে;
রাতারাতিই দালান উঠে ছোনের ঘরে।


খোয়াড় ভেঙে মুরগি চুরি দিনদুপুরে;
খাসপুকুরের মাছ ধরে নেয় গায়ের জোরে।
দিনের বেলাও 'হুক্কা হুয়া', শিয়াল ডাকে;
মানুষ বুঝে সবকিছু, তাও নীরব থাকে।


মাথা থেকেই পচন ধরে চিংড়ি মাছে;
গাছের ডগায় ধরলে পচন, গাছ কি বাঁচে!
সমাজটাকে পচায় আগে সমাজপতি;
দেশ ডুবে যায়, অনাচারের বাড়ে গতি।


রচনাকাল: ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২১।