ঢাকাঘেরা নদীগুলো খালের মতোন, খালগুলো নর্দমা-ড্রেনের সমান;
শুকায়ে শুকায়ে সব কঙ্কালসার; কুচকুচে কালো পানি মৃদু বেগবান।
শহরের ময়লায় মলে সয়লাব, পলিথিন ফুটে থাকে ফুলের মতোন;
মশামাছি ডিম পাড়ে সারাটি বছর, আদরে আদরে থাকে মানিক-রতন।


নদীতীরে খালপাড়ে কতো বাড়িঘর, সারি সারি বিল্ডিংএ লোকজন থাকে;
নদীখেকো খালখেকো কুমিরেরা সব, দিবানিদ্রায় মহাসুখে নাক ডাকে।
সরকারি লোকজনে ছাড়ে হাঁকডাক, মাঝে মাঝে পাড়ে এসে দেয় তারা হানা;
খালনদী রক্ষায় চলে অভিযান, ভাঙচুর করে,  চলে জেল-জরিমানা।


কিছুদিন গেলে সেই আগেরই মতোন, দুষণে দুষণে ভরে সব নদীখাল;
শহরের ড্রেন বেয়ে পঁচা পানি আসে, সাথে আসে পলিথিন, শত জঞ্জাল।
আগাছা আমাছা হাসে, পোকা কিলবিল, কচুরিপানারা ভাসে ভরা বরষায়;
দুষণমুক্ত হবে সব নদী খাল, ঢাকাবাসী বসে থাকে এই ভরসায়।


রচনাকাল: ঢাকা, ১৮ এপ্রিল ২০২২।