আগের দিনে বলতো মানুষ,'গাছে কাঁঠাল, গোঁফে তেল';
কাঠির জোরে কাঁঠাল নামে, ভানুমতির জবর খেল।
কাঁচা কাঁঠাল গুঁতোয় পাকে, তেল লাগে না এক ফোঁটাও;
চিকন আলী এক নিমিষেই কাঁঠাল খেয়ে হয় মোটাও।


মাছের তেলে মাছ ভেজে সব নেতাখেতায় খাচ্ছে ভোজ;
আমজনতার ঘরে ঘরে তেল ছাড়া হয় রান্না রোজ।
পাতি-নেতার পায়ের পাতায় বড় নেতাও মাখায় তেল;
উল্টোপথে গাড়ি ছুটে, আকাশপথে তুফান মেল।


চোর-ডাকাতে দিনদুপুরে বুক ফুলিয়ে পথ হাঁটে;
এখন কি আর উদোম গায়ে তেল লাগিয়ে সিঁধ কাটে!
চোর-পুলিশের খেলা এখন খেলে না আর বাচ্চারাও;
ভাওতাবাজি-দখলদারির চর দখলে সাচ্চারাও।


রচনাকাল: ঢাকা, ১১ অক্টোবর ২০২৩।