তোমার মতো
আমারওতো
অভিমান হতে পারে!
নীরবে নিভৃতে চুপিসারে
আমার মনের ভিতর
বৃষ্টি আর ঝড়
কিংবা কালোমেঘ
সৃষ্টি হতে পারে। ক্ষুব্ধ আবেগ
ফেলে দিতে পারে
একেবারে
তোমার আমার
ভালোবাসার
সুন্দর স্থিরচিত্রগুলো;
ধুলো
অথবা বালির আস্তরণ
ঢেকে দিতে পারে সব সব ছবি, যখনতখন।
পারে না কি?


ভালোবাসা এক সোনার পাখি;
যত্নের মাঝে তার বসবাস।
শুধু কান্না অথবা হাহুতাশ
ফিরাতে পারে না তারে;
অভিমানে আরো আরো দূরে উড়ে যেতে পারে।


সোনা,
আসো না;
সেই পাখিটার যত্ন নেই
আমরা দুজনেই।
বিশ্বাসে ভর করে গড়ে তুলি নিজেদের আনন্দভুবন;
সুন্দর সোনালী খাঁচায় পাখিটারে বেঁধে রাখি আজীবন।
আমাদের দুটি মন সুখে অথবা দুখে থাক্ পাশাপাশি;
শুধু চিন্ময় হাসি
আমাদের ঠোঁট জুড়ে থাক্।
অবাক
বিস্ময়ে দুজনেই দুজনারে দেখি প্রতিদিন ভোরে;
দুজনেই দুজনারে বেঁধে রাখি বাহুডোরে।


রচনাকাল: ঢাকা, ০৭ জুন ২০২১