দুর্বৃত্তরা করেছে হরণ মানবতা সমাজের বৃত্ত থেকে;
সূর্যের তেজদীপ্ত আলোকণা অমানিশার কালোরাতে গিয়েছে ঢেকে।
কুৎসিত লোকেরা আজ বিভৎস চেহারায় ভেংচি কেটে যায়;
বন্য বানরও ভয়ে ভীত হয়ে দুর্গম অরণ্যে লুকায়।


প্রকৃতিও হয়েছে বৈরী সভ্যতার করুণ পরাজয় দেখে;
অতীত হবে কি ম্লান, ক্লেদাক্ত বর্তমান হারিয়ে যাবে দুঃসহ ভবিষ্যৎ রেখে!
পৃথিবী আবার জেগে উঠো সৌম্য শান্ত রূপ ধরে;
অশান্তি দূর হয়ে যাক সব দেশ মহাদেশ কাল মহাকাল হতে চিরতরে।


রচনাকাল: ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২১