তোমার কবিতার মতোই বড়ো দুর্বোধ্য তুমি;
মরীচিকা খেলা করা দুপুরের ঊষর মরুভূমি।
চোখও বলে না কাঙ্ক্ষিত কথা;
চারুবাক চারুলতা, অথচ মৌনতা।
আঁধারের মাঝে জ্বলা ক্ষীণ জোনাকির আলো;
অদম্য আমি অন্ধ অনুভবে তবুও বেসেছি ভালো।


রচনাকাল: ঢাকা, ২৫ জুন ২০১৯