দাঁড়কাকে আজ কসাইখানার মাংস করে চুরি;
ভাবছে বসে গাছের ডালে, ভরবে সুখে ভুড়ি।
এমন সময় শিয়াল মামা গাছের নীচে আসে;
কাকের ঠোঁটে মাংস দেখে মিটমিটিয়ে হাসে।
মুরগি চুরির চিন্তাটা দেয় মুন্ডু থেকে ছেঁটে;
কাকের ঠোঁটের মাংস এবার দিতেই হবে পেটে।


বলতে থাকে চতুর শিয়াল মিষ্টি মধুর স্বরে,
'কাক ভাগিনা, আসলে এদিক অনেক দিনের পরে।
এই গরমে ঘামছো বুঝি, গাছের ডালে তাই?
এসে গেছে শিয়াল মামা, কোনো চিন্তা নাই।
দাও ভাগিনা, গলা ছেড়ে গান শুনিয়ে দাও;
তোমার মিষ্টি গলার সুরে ভাটিয়ালী গাও।'


খুশিতে কাক উঠলো গেয়ে গাছের ডালে বসে;
ঠোঁট থেকে তার ঠিক তখনি মাংস পড়ে খসে।
খপ করে সেই মাংস ধরে চতুর শিয়াল নাচে;
'হুক্কা হুয়া' বলেই পালায়, কাক বসে রয় গাছে।
বোকার ধন চতুরে নেয় এমনি করেই রোজ;
মিষ্ট কথায় তুষ্ট করেই দু্ষ্ট লোকের ভোজ।


রচনাকাল: ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৩।