দেখিনি মানুষের মৃত্যুর এমন রূপ আগে;
মুহুর্তেই ঢলে পড়া নিশ্বাস বন্ধ হয়ে।
সৃষ্টির এ বিধান এতো নির্মম;
পাশে থাকে না কেউ, আপন বা পর।
মৃত্যুর পরেও কাছে থাকে না কেউ;
হয় না প্রথাসিদ্ধ কোনো আয়োজন বিদায়ের।
বাকরূদ্ধ সমস্ত পৃথিবী;
একযোগে ঘরবন্দী মানুষ, শহরে কি গ্রামে।


পৃথিবীর আলো আর বাতাসের এতো কার্পণ্যতা ছিলো না কখনো;
এতোটা বিরূপ কেনোইবা প্রকৃতি!
প্রতিশোধ নিলো কি তবে;
মানুষ তো করেছে শত অন্যায়, যুগ যুগ ধরে।
আবার কি আসবে ফিরে প্রাচীন প্রস্তর যুগ;
কিংবা তারও আগের গুহার জীবন!


এ কেমন প্রতিশোধ;
এ কেমন নির্মমতা!


রচনাকাল: ঢাকা, ২৯ মার্চ ২০২০