বসন্তের শেষে
ভালোবেসে
দিলে ঝরা ফুল!
ভুল
দেখলাম না তো?
পূর্ণিমা রাতও
আজ অমাবস্যার মতো মনে হয়।
হারানোর ভয়
বুকের গভীরে বাসা বেধে আছে;
পাছে
সবকিছু বিলীন হয়ে যায় সময়ের স্রোতে।


কোথা হতে
এলো কোন্ নির্মম ঘাতক!
চাতক
মেঘের কাছে চৈত্রের খরার দাবদাহে
এক বিন্দু তৃষ্ণার বারি চাহে।
তোমার আকাশে ভাসমান মেঘ হতে
দেবে বুঝি প্রশান্তির বারিধারা তাকে? আর আমি কোনোমতে
লজ্জায় পালিয়ে যাবো তোমার ভুবন থেকে
দূরে বহু দূরে। এতো বছরের ভালো লাগা মানুষটিকে ডেকে
ফেরাবে না তুমি? তাই আজ এই সন্ধ্যায়
বাউরী বাতাসে তচনচ হয়ে ঝরে পড়া রজনীগন্ধায়
আমাকে করলে বরণ? নাকি বিসর্জন?


অনুক্ষণ
এই যন্ত্রণা নিয়ে বেঁচে রবো আমি?
নতুন জীবনের স্বপনের ঘোরে তুমি অনুগামী
হবে তার?
এরই নাম বুঝি সংসার!


রচনাকাল: ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০১৯